প্রাথমিক চিকিৎসা বা প্রতিবিধান চিকিৎসাশাস্ত্রের একটি অংশ। প্রাথমিক চিকিৎসা হচ্ছে হঠাৎ কোনো পীড়া বা দৈব দুর্ঘটনায় হাতের কাছের জিনিসের দ্বারা রোগীকে প্রাথমিকভাবে সাহায্য করা, যাতে ডাক্তার আসার আগে রোগীর অবস্থার অবনতি না ঘটে বা জটিলতা সৃষ্টি না হয়।অর্থাৎ যেকোনো আকস্মিক দুর্ঘটনায় প্রথম শুশ্রূষা এবং সংক্ষিপ্ত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে যে ব্যবস্থা গ্রহণ করা হয়,তাকে প্রাথমিক চিকিৎসা বলা হয়।
প্রাথমিক চিকিৎিসা সম্পর্কে সামান্য একটু জ্ঞান থাকলেই আমরা অনেক বড় ধরণের অনাকাঙ্খিত দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে পারি। চলার পথে কত ধরণের অসুবিধাই না হতে পারে যেমন, রাধতে গিয়ে পুড়ে যাওয়া, হাটতে গিয়ে ঘা লেগে কেটে যাওয়া, এক্সিডেন্ট হওয়া, ব্লাড প্রেসার বেড়ে বা কমে যাওয়া, চোখে কিছু পড়ে অসুবিধা হওয়া, মৌমাছিতে কামড়ানো, ডায়াবেটিকের সমস্যা, পানিতে পড়ে যাওয়া ইত্যাদিসহ আরো কতকি। এমন সব বিপদের সময় কিংকর্তব্যবিমূঢ় না হয়ে মাথা ঠাণ্ডা রেখে সামলানো যায় ছোটখাটো মেডিক্যাল ইমার্জেন্সি। বিজ্ঞানসম্মতভাবে ফার্স্ব এইড বা প্রাথমিক চিকিৎসা করতে পারলে বহুক্ষেত্রে জীবন বাঁচানো সম্ভব হয়। হাতের কাছে এ বইটি থাকলে সহজেই প্রাথমিক করনীয় সম্পর্কে জানতে পারবেন। এটি সংগ্রহে রাখার মতো একটি বই।