লাউ শাক খায় না এমন মানুষ কমই আছে। আর আমার জানা মতে এটা সকলের পছন্দের খাবার। কিন্তু অনেকে জানে না কিভাবে নারকেলের দুধে লাউ শাকের রেসিপি রান্না তৈরি করা হয়। তাহলে, আজ জেনে নেওয়া যাক কিভাবে নারকেলের দুধে লাউ শাকের রেসিপি তৈরি করবেন।
নারকেল দুধে লাউ শাকের উপকরন:
লাউ শাক- ১ কেজি, নারকেলের দুধ- ৮ কাপ, চিংড়ি- ১ কাপ, পেয়াঁজ কুচি- ১/২ কাপ, রসুন কুচি- ২ টেবিল চামচ, আদা বাটা- ১ চা চামচ, কাঁচামরিচ- ১২/১৪ টি, তেজপাতা- ৬াট, দারচিনি- ৪ টুকরা, হলুদের গুড়া- পরিমাণ মতো, লবণ- স্বাদ অনুযায়।
See more: https://www.ajkerprosongo.com/recipe