O slideshow foi denunciado.
Seu SlideShare está sendo baixado. ×

ফিজি ও ইন্দোনেশিয়ায় বাংলাদেশের প্রাইডসিস.pdf

Anúncio
Anúncio
Anúncio
Anúncio
Anúncio
Anúncio
Anúncio
Anúncio
Anúncio
Anúncio
Anúncio
Anúncio

Confira estes a seguir

1 de 5 Anúncio

ফিজি ও ইন্দোনেশিয়ায় বাংলাদেশের প্রাইডসিস.pdf

Baixar para ler offline

তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশ থেকে এখন পোশাকশিল্প খাতের উপযোগী সফটওয়্যার রপ্তানি হচ্ছে। শিগগিরই ফিজি ও ইন্দোনেশিয়ার কয়েকটি গ্রুপ ও কোম্পানিতে ব্যবহার শুরু হবে বাংলাদেশের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান প্রাইডসিসের তৈরি গার্মেন্টস ইআরপি সফটওয়্যার ‘প্রাইডসিস ইআরপি’।
https://www.prothomalo.com/business/ফিজি-ও-ইন্দোনেশিয়ায়-বাংলাদেশের-প্রাইডসিস

তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশ থেকে এখন পোশাকশিল্প খাতের উপযোগী সফটওয়্যার রপ্তানি হচ্ছে। শিগগিরই ফিজি ও ইন্দোনেশিয়ার কয়েকটি গ্রুপ ও কোম্পানিতে ব্যবহার শুরু হবে বাংলাদেশের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান প্রাইডসিসের তৈরি গার্মেন্টস ইআরপি সফটওয়্যার ‘প্রাইডসিস ইআরপি’।
https://www.prothomalo.com/business/ফিজি-ও-ইন্দোনেশিয়ায়-বাংলাদেশের-প্রাইডসিস

Anúncio
Anúncio

Mais Conteúdo rRelacionado

Anúncio

ফিজি ও ইন্দোনেশিয়ায় বাংলাদেশের প্রাইডসিস.pdf

  1. 1. 12/26/22, 2:01 PM ফিজি ও ইন্দোনেশিয়ায় বাংলাদেশের প্রাইডসিস https://www.prothomalo.com/business/ফিজি-ও-ইন্দোনেশিয়ায়-বাংলাদেশের-প্রাইডসিস 1/5 সহকর্মীদের নিয়ে মনোয়ার ইকবাল। ছবি: সংগৃহীত বাণিজ্য ফিজি ও ইন্দোনেশিয়ায় বাংলাদেশের প্রাইডসিস তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশ থেকে এখন পোশাকশিল্প খাতের উপযোগী সফটওয়্যার রপ্তানি হচ্ছে। শিগগিরই ফিজি ও ইন্দোনেশিয়ার কয়েকটি গ্রুপ ও কোম্পানিতে ব্যবহার শুরু হবে বাংলাদেশের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান প্রাইডসিসের তৈরি গার্মেন্টস ইআরপি সফটওয়্যার ‘প্রাইডসিস ইআরপি’। ইতিমধ্যে প্রাইডসিসের তৈরি এই সফটওয়্যার চলছে আফ্রিকার দেশ মাদাগাস্কারের দুটি পোশাকশিল্প খাতের প্রতিষ্ঠানে। কেবল বিদেশে নয়, দেশের বেশ কয়েকটি কারখানাও এখন এই প্রযুক্তি নিয়েছে। মাহমুদ গ্রুপসহ বাংলাদেশের প্রায় ১৩টি পোশাকশিল্প প্রতিষ্ঠানে ব্যবহৃত হচ্ছে প্রাইডসিসের তৈরি এ সফটওয়্যার। আরও বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানও আগ্রহ দেখাচ্ছে। ইআরপি মানে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। অর্থাৎ মূল ব্যবসায়িক প্রক্রিয়ার সমন্বিত ব্যবস্থাপনার সফটওয়্যার। এই সফটওয়্যার তথ্য সংগ্রহ, সংরক্ষণ, ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক কার্যক্রমের বিভিন্ন তথ্য একসঙ্গে ব্যবস্থাপনা করা যায়। প্রাইডসিসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার ইকবাল বলেন, বিদেশি সফটওয়্যার বা অন্যান্য ইআরপি সফটওয়্যারে পূর্ণ সেবা বা কমপ্লিট সেবা নেই। তাই পোশাকশিল্প খাতের সব দিক ব্যবস্থাপনার উপযোগী পূর্ণ সেবা দেওয়ার জন্য তাঁরা এ সফটওয়্যার তৈরি করেছেন। দীর্ঘ পাঁচ বছর গবেষণার পর তৈরি হয়েছে এই সফটওয়্যার। এতে প্রাইডবিজ, অ্যাক্সেসরিজ, ড্যাশবোর্ড, ওয়াশিং, ডাইংয়ের মতো প্রয়োজনীয় সব ফিচার আছে, যাতে যেকোনো প্রতিবেদন সহজে তৈরি করা যায়। ২০২০ সাল নাগাদ আন্তর্জাতিক পর্যায়ের গ্রাহকদের জন্য চালু হবে ক্লাউডভিত্তিক সেবা ‘প্রাইডবুক’। মনোয়ার ইকবাল জানান, দেশে বেসরকারি পর্যায়ে তৈরি পোশাক খাতে ইআরপি সফটওয়্যারের বাজার প্রায় হাজার কোটি টাকার। বিদেশে একটি প্রতিষ্ঠান ইআরপি সফটওয়্যার চালু করতে প্রায় দুই লাখ ডলার ব্যয় করে। অর্থাৎ বিদেশে মো. মিন্টু হোসেন By using this site, you agree to our Privacy Policy. OK
  2. 2. 12/26/22, 2:01 PM ফিজি ও ইন্দোনেশিয়ায় বাংলাদেশের প্রাইডসিস https://www.prothomalo.com/business/ফিজি-ও-ইন্দোনেশিয়ায়-বাংলাদেশের-প্রাইডসিস 2/5 সফটওয়্যার রপ্তানি করে প্রতিষ্ঠানপ্রতি শুরুতেই দুই কোটি টাকার মতো দেশে আনা সম্ভব। কম্পিউটার বিজ্ঞানে স্নাতক সফটওয়্যার উদ্যোক্তা মনোয়ার ইকবালের বাড়ি গাজীপুরের শ্রীপুরে। ২০০৪ সালে পড়াশোনার পাশাপাশি জুনিয়র প্রোগ্রামার হিসেবে ছয় হাজার টাকা বেতনে একটা সফটওয়্যার প্রতিষ্ঠানে চাকরি শুরু করেন। চাকরির অভিজ্ঞতা তাঁর নিজের প্রতিষ্ঠান তৈরির কাজে এসেছে। ২০১৩ সালে হঠাৎ কোম্পানি প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন। উত্তরায় দুই কক্ষের একটা অফিস নিয়ে কাজ শুরু করেন। দেশের মোবাইল অপারেটর টেলিটকের ইআরপি তৈরি করে প্রমাণ করেন নিজের দক্ষতা। এরপর গবেষণা ও কর্মদক্ষতা দেখিয়ে দেশের পোশাক খাতে নিজের যোগ্যতা প্রমাণ করেন। নিজের উদ্যোগে ছোট পরিসরে প্রাইডসিস আইটির যে স্বপ্নযাত্রা শুরু করেছিলেন, তা এখন মাদাগাস্কার, ফিজি ও ইন্দোনেশিয়া ছাড়িয়ে জাপান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় ছড়িয়ে পড়ার স্বপ্ন দেখছেন। মনোয়ার ইকবাল জানান, ইতিমধ্যে মাদাগাস্কারে অফিস নিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের সঙ্গে বিগ ডেটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড কম্পিউটিং নিয়ে কাজ শুরু হয়েছে। গত জুলাই মাসে থাইল্যান্ডের এক কোম্পানির অফশোর ডেভেলপমেন্ট সেন্টারের হাসপাতাল ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে চুক্তি হয়েছে। বাংলাদেশ থেকে ১৫ জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে ওই প্রকল্পের জন্য। আরও নতুন দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হবে। মনোয়ার ইকবাল বলেন, আগামী পাঁচ বছরে দেশের আইটি শিল্প খাতে বিপ্লব ঘটতে যাচ্ছে। দেশের পোশাক খাত আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এখনই দেশের প্রতিষ্ঠানে দেশের সফটওয়্যার চালুর উপযুক্ত সময়। কারওয়ান বাজারের একটি অফিসে ১৫০ জনের মতো কর্মী কাজ করছেন তাঁর প্রতিষ্ঠানে, যার মধ্যে ৬০ জনের মতো ডেভেলপার রয়েছেন। প্রাইডসিস নিয়ে ২০১৮ সালে বেসিসের জাতীয় পুরস্কার, ওয়ার্ল্ড সামিট পুরস্কার পেয়েছেন এ উদ্যোক্তা। ১৮ থেকে ২০ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরের ‘ইন্টারন্যাশনাল স্মার্ট ম্যানুফ্যাকচারিং ৪.০’ সম্মেলনে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন মনোয়ার ইকবাল। চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তি সফলভাবে প্রয়োগের বিষয় নিয়ে অনুষ্ঠিত ওই সম্মেলনে বাংলাদেশের প্রযুক্তি খাতকে তুলে ধরার পাশাপাশি সে দেশে প্রতিষ্ঠান হিসেবে কাজ করার অনুমোদন পেয়েছে প্রাইডসিস। শিগগিরই মালয়েশিয়ায় নতুন প্রযুক্তি নিয়ে কাজ শুরু করবে তাঁর প্রতিষ্ঠান। প্রযুক্তি ব্যবসা খাতকে এগিয়ে নিতে দেশি ব্র্যান্ডিং ও সরকারি উদ্যোগ আরও প্রয়োজন বলে মনে করেন মনোয়ার। তাঁর মতে, দেশের ব্র্যান্ডিং নিজস্ব পণ্য দিয়েই করতে হবে। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে। দক্ষ মানবসম্পদ তৈরি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। বিজ্ঞাপন By using this site, you agree to our Privacy Policy. OK
  3. 3. 12/26/22, 2:01 PM ফিজি ও ইন্দোনেশিয়ায় বাংলাদেশের প্রাইডসিস https://www.prothomalo.com/business/ফিজি-ও-ইন্দোনেশিয়ায়-বাংলাদেশের-প্রাইডসিস 3/5 Sign in Share Share your thoughts... POST This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply. Newest বাণিজ্য যুক্তরাজ্যের নিম্ন আয়ের মানুষ বড়দিনের কেনাকাটা কমিয়েছে যুক্তরাজ্যের দুর্দশার যেন অন্ত নেই। কোভিডের সময় উন্নত দেশগুলোর মধ্যে সবচেয়ে সংকুচিত হয়েছিল যুক্তরাজ্যের অর্থনীতি। এরপর উচ্চ মূল্যস্ফীতির কারণেও ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। এখন সেভ দ্য চিলড্রেনের মতো প্রতিষ্ঠান বলছে, দেশটির দরিদ্রতম পরিবারগুলোর সামনে আরও খারাপ দিন অপেক্ষা করছে। জানুয়ারি মাসে পরিস্থিতির বড় ধরনের অবনতি হতে পারে। রেজল্যুশন ফাউন্ডেশনের পক্ষ থেকে ইউগভ নামের একটি প্রতিষ্ঠান এক জরিপ পরিচালনা করেছে। এতে দেখা গেছে, সমাজের একদম নিচের সারির ৩১ শতাংশ পরিবার ইতিমধ্যে উপহারসামগ্রী কেনা, উৎসব বাবদ খাবারদাবার ও মৌসুমি আয়োজন একপ্রকার বন্ধ করে দিয়েছে। এর বিপরীতে দেখা গেছে, যারা অনেক বেশি আয় করেন, তাঁদের মধ্য প্রায় ১৬ শতাংশ এসব ব্যয় কাটছাঁট করেছেন। সূত্র দ্য গার্ডিয়ান। সেভ দ্য চিলড্রেনের প্রধান নির্বাহী গোয়েন হাইনস বলেন, যুক্তরাজ্যের অনেক পরিবার এখন খুব খারাপ অবস্থায় আছে এবং তারা জানে, নতুন বছর পরিস্থিতি আরও কঠিন হবে। আমাদের উদ্বেগের জায়গা হলো জানুয়ারি মাসে এই আর্থিক কষ্ট মানুষকে পীড়া দিতে শুরু করবে। বাণিজ্য ডেস্ক By using this site, you agree to our Privacy Policy. OK
  4. 4. 12/26/22, 2:01 PM ফিজি ও ইন্দোনেশিয়ায় বাংলাদেশের প্রাইডসিস https://www.prothomalo.com/business/ফিজি-ও-ইন্দোনেশিয়ায়-বাংলাদেশের-প্রাইডসিস 4/5 ব্রিটেনের অর্থমন্ত্রী জেরেমি হান্ট ইতিমধ্যে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি বলেছেন, আগামী এপ্রিল মাস থেকে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ১০ দশমিক ১ শতাংশ হারে পারিবারিক সহায়তা দেওয়া হবে। নিম্ন আয়ের পরিবারগুলো ৯০০ পাউন্ড পাবে। এর আগে অক্টোবর-নভেম্বর মাসে তারা পেয়েছে ৬৫০ পাউন্ড। এদিকে সেভ দ্য চিলড্রেন নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য সহযোগিতা বৃদ্ধি করতে সরকারের কাছে আহ্বান জানিয়েছে। বিশেষ করে শীতকালে আর্থিক দুরবস্থা বৃদ্ধি পেলে মানুষের দুর্দশার অন্ত থাকবে না। হাইনস মনে করেন, নিম্ন আয়ের পরিবারগুলোকে এখনই বেশি সহযোগিতা দেওয়া প্রয়োজন। তা না হলে শিশুরা এর ভুক্তভোগী হবে, যার জের অনেক দীর্ঘস্থায়ী হতে পারে। সেভ দ্য চিলড্রেনের মতো প্রতিষ্ঠান মূলত নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে কাজ করে। কিন্তু গত কয়েক বছরে যুক্তরাজ্যের মতো উন্নত দেশের অবস্থা এত খারাপ হয়েছে যে নিম্ন আয়ের পরিবারগুলোকে সর্বমোট ২ হাজার ৩৪৪ বার প্রত্যক্ষ সহায়তা দিয়েছে তারা। এদিকে যুক্তরাষ্ট্রে তীব্র শীত পড়েছে, এরপর ইউরোপে শীত আরও বাড়তে পারে, এ অবস্থায় সেভ দ্য চিলড্রেন যুক্তরাজ্যের নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য ২৫ শতাংশ বরাদ্দ বাড়িয়েছে। সেভ দ্য চিলড্রেনের যে কর্মীরা এসব কর্মসূচি বাস্তবায়ন করছেন, তাঁরা জানাচ্ছেন, যুক্তরাজ্যের পরিবারগুলো ফল ও শাকসবজি কিনতে হিমশিম খাচ্ছে। এমনকি শিশুদের জন্য গরম কাপড় কিনতেও কষ্ট হচ্ছে তাদের। এক সাহায্যগ্রহীতা পরিবারের কথা বলেছেন তাঁরা, যে পরিবার সম্প্রতি সোশ্যাল হাউজিং বা সরকারি আশ্রয়ণ প্রকল্পে স্থান পেয়েছে, কিন্তু তারা বাড়ির নিচতলায় কার্পেট বিছাতে পারেনি। শীতের দেশে ঘরের মেঝেতে কার্পেট না থাকা কতটা কষ্টকর, তা অনুমান করা কঠিন কিছু নয়। রেজল্যুশন ফাউন্ডেশনের জরিপে দেখা গেছে, শুধু নিম্ন আয়ের পরিবারগুলোই যে খরচ কাটছাঁট করছে তা নয়, জরিপে অংশ নেওয়া হচ্ছে ৬৪ শতাংশ শ্রমজীবী বলেছে, তারা এ বছর বড়দিনের খরচ কমাচ্ছে। পূর্বাভাস আছে, যুক্তরাজ্যে শিগগিরই মন্দা শুরু হয়ে যাবে। জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে জনগণকে বিপুল ভর্তুকি দিচ্ছে সে দেশের সরকার। মোট ১৫ হাজার কোটি পাউন্ড ভর্তুকি দিচ্ছে তারা। বিদ্যমান পরিস্থিতিতে যুক্তরাজ্যে পরিবারের বার্ষিক জ্বালানি ব্যয় দাঁড়াতে পারে ৩ হাজার ৫৪৯ পাউন্ড। এই বাস্তবতায় যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের আশঙ্কা, দেশটির কয়েক কোটি মানুষ শীতের সময় জ্বালানি দারিদ্র্যের কবলে পড়বে। এমনকি অনেক মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাবে। সে জন্য তিনি আগেই নতুন প্রধানমন্ত্রীর কাছে বিশেষ জ্বালানি তহবিল গঠনের আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বানে ব্রিটিশ সরকার সাড়া দিয়েছে। কিন্তু বাংলাদেশের মতো দেশে মানুষের দুর্ভোগ কমাতে বিশেষ কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আবার দেশের রপ্তানির প্রধান বাজার ইউরোপ। সেখানে মন্দা হলে বা মানুষের ক্রয়ক্ষমতা কমে গেলে বাংলাদেশের রপ্তানি মার খাবে। অর্থাৎ আমাদের মতো দেশের মানুষ নানা দিক থেকেই ভুক্তভোগী হবে। বিজ্ঞাপন By using this site, you agree to our Privacy Policy. OK
  5. 5. 12/26/22, 2:01 PM ফিজি ও ইন্দোনেশিয়ায় বাংলাদেশের প্রাইডসিস https://www.prothomalo.com/business/ফিজি-ও-ইন্দোনেশিয়ায়-বাংলাদেশের-প্রাইডসিস 5/5 সম্পাদক ও প্রকাশক: মতিউর রহমান স্বত্ব © ২০২২ প্রথম আলো বাস্তবতা হচ্ছে, যুক্তরাজ্যের মতো উন্নত দেশেও সেভ দ্য চিলড্রেনের মতো বেসরকারি উন্নয়ন সংস্থাকে সাহায্য নিয়ে যেতে হচ্ছে। ফলে বোঝা যাচ্ছে, দেশটির মানুষের দুর্ভোগ কোন অবস্থায় পৌঁছেছে। সরকারি সহায়তা অপর্যাপ্ত হয়ে যাওয়ায় এনজিওকে এগিয়ে আসতে হচ্ছে। By using this site, you agree to our Privacy Policy. OK

×